চেয়ারম্যান মহোদয়ের বাণী
আসসালামু আলাইকুম।
আমাদের সমাজে এখনও প্যারামেডিকেল নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে! এই কোর্স করে কিছু হবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় তাদের কাছে এই টেকনোলজি কোর্সের কত মুল্য! আমাদের পাশের দেশ ভারতে এই প্যারামেডিক দের সম্মান মুল্যায়ন ও অনেক বেশি। আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে এই প্যারামেডিক কোর্স কি? এর সীমাবদ্ধতা কতটুকু? এর কাজ কি? একজন প্যারামেডিক চিকিৎসক কেবল মাত্র প্রাথমিক ভাবে চিকিৎসা সেবা দিতে পারবে। বাংলাদেশের এত জনসংখ্যা বৃদ্ধি কিন্তু সেই তুলনায় চিকিৎসা সেবা অনেক পিছিয়ে বিশেষ করে গ্রাম অন্ঞ্চলে আর এই প্যারামেডিক চিকিৎসক গন সেই সব গ্রামে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য শহরে হাসপাতালে রেফার করেন। একটা গ্রামে আপনি চাইলেই এমবিবিএস ডাক্তার পাবেন নাহ অনেক সময় গ্রাম থেকে শহরে রোগী নিয়ে আসতে আসতে খারাপ কিছু হয়ে যায়, নিজেদের অজ্ঞতার কারণে, না জানার কারণে শেষ মুহুর্তে নিয়ে আসেন তখন কিছু করার থাকে না অথচ এইসব গ্রামে যদি প্রকৃত সার্টিফিকেট ধারী শিক্ষিত পল্লী চিকিৎসক গণ থাকেন তাদের মাধ্যমে বিপদ অনেকটাই দুর করা সম্ভব। সুতরাং এই কথা চিন্তা করে দক্ষ পল্লী চিকিৎসক তৈরি করতে আমরা বদ্ধ পরিকর।
আমাদের প্রশিক্ষণার্থীদের পালনীয় নিয়মানুবলী
• প্রত্যেক প্রশিক্ষনার্থীকে প্রতিষ্ঠানের ফি যথা সময় প্রদান করতে হবে।
• প্রশিক্ষণার্থীকে অবশ্যই টাকা আদায়ের রশিদের মাধ্যমে টাকা পরিশোধ করিতে হবে। অন্য কোন মাধ্যমে প্রদান গ্রহণযোগ্য হবে না।
• প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাসের ৫ হতে ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে নতুবা জরিমানা, তার ক্লাস বন্ধ থাকবে।
• প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কে ক্লাস শুরুর ১৫ মিনিট আগে অবশ্যই ক্লাসে উপস্থিত হতে হবে। ক্লাস শুরুর পর কোন শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। নিয়মিত ক্লাসে উপস্থিত ক্লাসের পরীক্ষায় উপস্থিত থাকা বাধ্যতামুলক।
পরিশেষে বলতে চাই আসুন সঠিকভাবে শিখুন সঠিক চিকিৎসা প্রদান করে মানব সেবায় অংশ নিন পরিবার সমাজ জাতিকে সুস্থ রাখুন৷ ধন্যবাদ।